ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পিটিশন দিয়েছেন ইউরোপ ও লাতিন আমেরিকার ৬০ জনেরও বেশি বামপন্থী রাজনীতিবিদ।
কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা মঙ্গলবার (১৪ নভেম্বর) তাদের লাইভ আপডেট প্রোগ্রামে এ তথ্য জানায়।
এটি শুরু করার সময় বেলারা বলেছিলেন, আমরা আমাদের নীরবতা ও জটিল পরিস্থিতির দোহাই দিয়ে একটি গণহত্যার অনুমতি দিতে পারি না।
ইসরায়েলের উদ্দেশ্যে তিনি বলেন, যদি এ বর্বরতা সময়মতো বন্ধ না করেন, এটি আপনাদেরই তার সাথে (পাশবিকতা) টেনে নিয়ে যাবে।
পিটিশনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচসহ কয়েকজন ইসরায়েলি নেতার নাম রয়েছে। তাদের বিরুদ্ধে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগ করা হয়েছে ওই পিটিশনে।
বামপন্থী রাজনীতিবিদরা একটি বিবৃতিতে এ তথ্য জানিয়ে আরও বলেছেন, আইসিসির কাছে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার যথেষ্ট প্রমাণ রয়েছে।
ইসরায়েলি নেতৃত্বের তদন্ত ও বিচারের জন্য চাপ দেওয়ার পাশাপাশি পিটিশনে স্বাক্ষরকারীরা দখল, বর্ণবাদ ও ইসরায়েল রাষ্ট্রের ঔপনিবেশিক প্রকল্পের সম্প্রসারণ বন্ধেরও আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
এমজে