ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইন্দোনেশিয়ান হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি ট্যাংক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
গাজায় ইন্দোনেশিয়ান হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি ট্যাংক

গাজার উত্তর দিকে ইন্দোনেশিয়ান হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাংক। এর আগে হাসপাতালটিতে কামান হামলায় ১২ ফিলিস্তিনি নিহত হন।

স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।  

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা সোমবার আল জাজিরাকে বলেন, ইন্দোনেশিয়ান হাসপাতালে পরিস্থিতি বিপর্যয়কর। শত শত লোক হাসপাতালে আটকা পড়েছেন।  

তিনি বলেন, ইন্দোনেশিয়ান হাসপাতালের কর্মীরা আহতদের চিকিৎসার জন্য থাকতে চাপাচাপি করছেন। হাসপাতালের ভেতরে চিকিৎসাকর্মী ও আহত ব্যক্তিসহ প্রায় ৭০০ মানুষ রয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা বলছে, গাজার উত্তর-পূর্বের বেইত লাহিয়া শহরের চিকিৎসা স্থাপনাটিতে কামান হামলা হয়েছে।  
হাসপাতাল আঙিনায় স্বশস্ত্র কোনো যোদ্ধা ছিল, এমনটি অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।    

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেত্নো মারসুদি ইসরায়েলের এমন কর্মকান্ডের নিন্দা জানিয়েছেন। তেল আবিব যাতে নৃশংসতা বন্ধ করে, সেজন্য তিনি এর অংশীদারদের আহ্বান জানিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।