ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কারাগারে ইমরানের বিচার বেআইনি: আদালত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
কারাগারে ইমরানের বিচার বেআইনি: আদালত

কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচারকার্যকে বেআইনি ঘোষণা করলেন ইসলামাবাদ হাইকোর্ট। আল জাজিরা এ খবর জানিয়েছে।

 

মঙ্গলবার ইমরানের আইনজীবী নাঈম পানজুথা সামাজিক মাধ্যম এক্সে বলেন, ‘কারাগারে (ইমরান খানের) বিচার বেআইনি ঘোষণা করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। ’

খানের বিচারের বিষয়ে এ ঘোষণার প্রভাব এখনও স্পষ্ট নয়, তবে আদালতের আদেশের মাধ্যমে তা স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।

ইমরানের বিরুদ্ধে গোপন তারবার্তা ফাঁসের অভিযোগ পাকিস্তানি রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এত কিছুর পরও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। অভিযোগগুলো তাকে ক্ষমতার বাইরে রাখার জন্য শক্তিশালী স্বার্থের প্রচেষ্টা হিসেবেই চিহ্নিত।  

৭০ বছর বয়সী সাবেক এ ক্রিকেটার গেল বছরের এপ্রিলে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ খোয়ান। ইমরান অবশ্য তাকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।  

ওয়াশিংটন ও খানের মধ্যে সম্পর্ক ইউক্রেনের যুদ্ধের মতো ইস্যুতে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল। তবে যুক্তরাষ্ট্র তাকে পদ থেকে অপসারণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে আসছে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।