আগামী ১ ডিসেম্বর থেকে শুরু করে ৩০ দিন পর্যন্ত চীন ও ভারতের নাগরিকদের ভিসা-মুক্ত প্রবেশের অনুমতি দেবে মালয়েশিয়া।
এ ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
আনোয়ার রোববার গভীর রাতে তার পিপলস জাস্টিস পার্টির কংগ্রেসে বক্তৃতার সময় এ ঘোষণা দেন। তবে কতদিনের জন্য ভিসা অব্যাহতি প্রযোজ্য হবে তা বলেননি তিনি।
চীন এবং ভারত যথাক্রমে মালয়েশিয়ার চতুর্থ এবং পঞ্চম বৃহত্তম উৎস বাজার।
সরকারি তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় এ বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে ৯০ লাখ ১৬ হাজার পর্যটক আগমন করেছে, যার মধ্যে চীন থেকে ৪৯ লাখ ৮ হাজার ৫৪০ জন এবং ভারত থেকে ২৮ লাখ ৩ হাজার ৮৮৫ জন পর্যটক এসেছে।
মহামারি করোনার আগে ২০১৯ সালের একই সময়ে চীন থেকে ১৫ লাখ এবং ভারত থেকে ৩৫ লাখ ৪ হাজার ৮৬ জন পর্যটক মালয়েশিয়া ভ্রমণ করেন।
বর্তমানে চীনা এবং ভারতীয় নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশের জন্য ভিসার জন্য আবেদন করতে হবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
জেএইচ