ভারতের মণিপুর রাজ্যে অজ্ঞাত দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধে ১৩ জন নিহত হয়েছেন। পুলিশ কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।
সোমবার উত্তরপূর্বাঞ্চলীয় এ রাজ্যের তেংনউপল জেলার একটি গ্রামে ওই ১৩ জনের মরদেহ পাওয়া যায়। তাদের শরীরে একাধিক বুলেটের ক্ষত পাওয়া যায়। এক কর্মকর্তা জানান, ভারী বন্দুকযুদ্ধের খবর পাওয়া গিয়েছিল।
রাজধানী ইম্ফল থেকে কর্মকর্তা রয়টার্সকে বলেন, আমরা অবিলম্বে মরদেহ শনাক্ত করার অবস্থায় নেই। তারা কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য, তা বলতে পারছি না।
তিনি বলেন, তাদের হত্যার পর অস্ত্র লুট করা হয়ে থাকতে পারে।
চলতি বছরের মে মাস থেকে মণিপুরে মেইতেই ও কুকিদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটছে। সব মিলিয়ে এ পর্যন্ত ১৮২ জনের প্রাণ গেছে। ৫০ হাজার মানুষ ঘরছাড়া হয়েছে বলে জানিয়েছে ভারতের হিন্দুস্তান টাইমস।
সহিংসতায় বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছিল রাজ্যে। তবে গত কিছুদিন ধরে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। তার মধ্যেই ১৩ জনের নিহত হওয়ার এ ঘটনা ঘটল।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
আরএইচ