বেশি ভিউ পাওয়ার লোভে ইচ্ছে করেই উড়োজাহাজ বিধ্বস্ত করে এবং পরে মার্কিন তদন্তকারীদের কাছে এ নিয়ে মিথ্যে বলে ছয় মাসের কারাদণ্ড পেলেন এক ইউটিউবার। খবর আল জাজিরার।
৩০ বছর বয়সী ওই ইউটিউবারের নাম ট্রেভর জ্যাকব। ২০২১ সালের ডিসেম্বরে তিনি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার একটি ভিডিও পোস্ট করেন, যাতে তিনি বোঝাতে চাইছিলেন এটি ছিল দুর্ঘটনা।
বিমান থেকে তিনি বেরিয়ে পড়তে সমর্থ হন। হাতে সেলফি স্টিক নিয়ে প্যারাস্যুটে করে তিনি মাটিতে নেমে আসেন। ভিডিও কয়েক মিলিয়ন বার দেখা হয়েছে।
জ্যাকবের ভাষ্য ছিল, তিনি ভিডিওটি ধারণ করেছিলেন একটি পণ্যের স্পন্সরশিপ চুক্তিতে।
ক্যালিফোর্নিয়ার ফেডারেল প্রসিকিউটররা সোমবার বলেন, জ্যাকব সম্ভবত নিজের জন্য সোশ্যাল মিডিয়ায় নজর কাড়তে এবং নিউজ কভারেজ পেতে এবং আর্থিক লাভের জন্য অপরাধটি করেছিলেন।
তারা বলেন, তবুও, এ ধরনের দুঃসাহসী আচরণ মেনে নেওয়া যায় না।
এক বিবৃতিতে জ্যাকব কারাদণ্ডের এ রায়কে সঠিক সিদ্ধান্ত বলে আখ্যা দেন।
২০২১ সালের নভেম্বরে জ্যাকব ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার একটি বিমানবন্দর ছাড়েন একটি সোলো ফ্লাইট নিয়ে। এতে তিনি ক্যামেরা যুক্ত করে নিয়েছিলেন। সঙ্গে নেন প্যারাস্যুট ও একটি সেলফি স্টিক।
উড়োজাহাজটি ওড়ার ৩৫ মিনিট পর লস প্যাডরেস ন্যাশনাল ফরেস্টে বিধ্বস্ত হয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ফুটেজ উদ্ধার করেন।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
আরএইচ