পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, ১৯৯৯ সালে কার্গিলে ভারতের সঙ্গে যুদ্ধে না জড়াতে চাওয়ায় তৎকালীন সেনাপ্রধান পারভেজ মোশাররফ তাকে ক্ষমতাচ্যুত করেন।
এক সাক্ষাৎকারে নওয়াজকে প্রশ্ন করা হয়, কেন তাকে বারবার ক্ষমতাচ্যুত হতে হয়েছে।
১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে প্রাণ হারান ৫০০ ভারতীয় সেনা। পাকিস্তান প্রথমে দাবি করে যে, জঙ্গিরাই এসব করছে। পরে যদিও নিজের আত্মজীবনী ‘ইন দ্য লাইফ অব ফায়ার’-এ মোশাররফ স্বীকার করেছিলেন, অনুপ্রবেশকারীদের মধ্যে ছিল পাক সেনাও। অথচ সেই বছরের শুরুতেই দুই দেশের সম্পর্ক ভিন্ন এক মাত্রায় পৌঁছেছিল। সে সময়েই পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ।
সাক্ষাৎকারে নওয়াজ স্মরণ করিয়ে দেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে কেবল তার আমলেই ভারতের দুই প্রধানমন্ত্রী; অটল বিহারী বাজপেয়ী এবং নরেন্দ্র মোদী পাকিস্তান সফরে গিয়েছিলেন। তার আমলে ভারতের সঙ্গে যে সুসম্পর্ক গড়ে উঠছিল, তা ভেস্তে দিতেই কার্গিলে যুদ্ধ বাঁধিয়েছিলেন মোশাররফ। ওই বছরের অক্টোবরে নওয়াজকে ক্ষমতাচ্যুত করে পাকিস্তানের প্রেসিডেন্ট পদে বসেন মোশাররফ।
বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
এমএম