মেক্সিকোর কেন্দ্রীয় প্রদেশ গুয়ানাজুয়াতোতে একটি হলিডে পার্টিতে হামলায় ১২ জন নিহত হয়েছে।
মেক্সিকান কর্তৃপক্ষ রোববার এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম বলেছে, সালভাটিয়েরার শহরে ভোরে একটি সশস্ত্র গোষ্ঠী পোসাদা নামে একটি ঐতিহ্যবাহী মেক্সিকান পার্টিতে যোগদানকারীদের ওপর গুলি চালিয়ে এ হামলা চালায়।
কর্মকর্তারা বলেছেন, একটি সশস্ত্র গোষ্ঠী পোসাদায় অংশ নেওয়া পার্টির অতিথিদের ওপর গুলি চালালে এ ঘটনা ঘটে। বড়দিনের আগের দিনগুলোতে ঐতিহ্যবাহী মেক্সিকান পার্টি এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে।
প্রদেশের অ্যাটর্নি জেনারেল অফিস এক্স-এ বলেছে ১২ জনকে হত্যা করা হয়েছে। তবে নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত জানায়নি।
গুয়ানাজুয়াতো প্রদেশটি অটোমোটিভ ও অ্যারোনটিক্স শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। কিন্তু মাদক কারবারিদের দ্বন্দ্বে সম্প্রতি এটি মেক্সিকোর সবচেয়ে সহিংসপ্রবণ প্রদেশে পরিণত হয়েছে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
জেএইচ