ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

খরচ কমাতে আফগানিস্তানে গণবিয়ে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
খরচ কমাতে আফগানিস্তানে গণবিয়ে

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি যৌথ অনুষ্ঠানে ৫০ জোড়া বর-কনে তাদের বিয়ে সেরেছেন। দরিদ্র দেশটিতে ঐতিহ্যবাহী বিয়ের আকাশ সমান খরচ কমাতে এমন যৌথ অনুষ্ঠান চল হয়ে উঠছে।

খবর ভয়েস অব আমেরিকার।  

কাবুলের জাঁকালো হলগুলোর একটিতে এই বর কনেরা বিয়েতে আবদ্ধ হন। তবে এতে আয়োজন ছিল কিছুটা আঁটসাঁটঁ।

২০২১ সালের আগস্টে তালিবান ক্ষমতায় আসে। সেই থেকে তালিবান সরকার নাচ-গানকে দেশটিতে অনৈসলামিক বলে বিবেচনা করে, এবং কঠোরভাবে তা নিষিদ্ধ করে। এতে বিয়ের আয়োজন অনেকটাই কম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে পড়েছে।  

১৮ বছর বয়সী রুহুল্লাহ রিজায়ি নামে এক তরুণ বলেন, তিনি একা বিয়ের আয়োজন করতে পারেন না। ঐতিহ্যবাহী বিয়ের আয়োজনে দুই থেকে আড়াই লাখ আফগানিস মুদ্রা খরচ হয়। এখন  ১০ হাজার থেকে ১৫ হাজারে হয়ে যাবে।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।