ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ডরসেটে প্রদর্শিত হচ্ছে ‘সমুদ্র দানবে’র মাথার খুলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
ডরসেটে প্রদর্শিত হচ্ছে ‘সমুদ্র দানবে’র মাথার খুলি

জুরাসিক উপকূল থেকে পাওয়া একটি বিশাল সমুদ্র দানবের মাথার খুলি প্রদর্শন করা হচ্ছে। দুই মিটার দীর্ঘ এ জীবাশ্ম একটি প্লিওসরের, যেটি এ পর্যন্ত দেখা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর শিকারি।

 

দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ডরসেটের কিমেরিজে ইচেস কালেকশন জাদুঘরে জনসাধারণের দেখার জন্য ১৫০ মিলিয়ন বছর পুরোনো এ সামুদ্রিক সরীসৃপের জীবাশ্মটি রাখা হয়েছে। খবর বিবিসির।

প্রাণীটির কঙ্কালের বাকি অংশ এখনো ভাঙা পাহাড়ের মধ্যেই সমাহিত হয়ে থাকতে পারে। শেষ পর্যন্ত তা উদ্ধার করা যেতে পারে বলে আশা রয়েছে।  

কিমেরিজ উপসাগরের কাছে একটি সৈকতে এক জীবাশ্ম-উত্সাহী ব্যক্তি প্লিওসরের নাকের অংশটি আবিষ্কার করেন।

এর মাথার খুলির বাকি অংশ একটি দ্রুত-ক্ষয়ে যেতে থাকা পাহাড় খননের মাধ্যমে বের করা হয়। একটি দল খননের কাজটি করে। দড়িতে ঝুলে খনন কাজ চালানো হয়।  

স্টিভ ইচেস জীবাশ্মটি পাহাড় থেকে বের করে আনা এবং নতুন করে স্থাপনের প্রচেষ্টায় নেতৃত্ব দেন।

প্লিওসরের খুলিটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে সম্পূর্ণ নমুনাগুলোর মধ্যে একটি এবং এটি দারুণভাবে সংরক্ষিত।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ