ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৬ জাতিসংঘ সাহায্যকর্মীকে আটক করেছে আল-শাবাব

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
৬ জাতিসংঘ সাহায্যকর্মীকে আটক করেছে আল-শাবাব

সোমালিয়ায় জাতিসংঘ মিশনের একটি হেলিকপ্টার আটক করেছে আল-শাবাব। বুধবার সশস্ত্র গোষ্ঠীটির নিয়ন্ত্রণাধীন অঞ্চলে দুর্ঘটনাবশত হেলিকপ্টারটি অবতরণ করলে সেটি আটক হয়।

একাধিক স্থানীয় প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে।

হেলিকপ্টারে থাকা অন্তত ছয়জন সাহায্যকর্মী এখন আল-কায়েদা-সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠীটির হাতে বন্দি। গোষ্ঠীটি কয়ে দশক ধরে হর্ন অফ আফ্রিকা খ্যাত দেশটিতে সহিংসতা ছড়িয়ে আসছে।

প্রযুক্তিগত ত্রুটির কারণে গালগাদুদ অঞ্চলের গ্যাবুন গ্রামের কাছেই হেলিকপ্টারটি অবতরণ করে। আল জাজিরা জাতিসংঘের মেমোতে এমনটিই দেখতে পেয়েছে। মোগাদিসুর এক জাতিসংঘ কর্মকর্তা এ ঘটনার কথা আল জাজিরাকে নিশ্চিত করেছেন।  

মেমো অনুযায়ী, সামরিক কর্মী এবং তৃতীয় পক্ষের ঠিকাদারসহ বিমানটিতে নয়জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ছয়জনকে শাবাব ধরে নিয়ে যায় এবং দুজন যাত্রী পালিয়ে যেতে সক্ষম হন।  

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশেপাশের অঞ্চলে জাতিসংঘের সমস্ত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।  

হেলিকপ্টারে থাকা ব্যক্তিদের নাগরিকত্বসহ অন্যান্য পরিচয় অস্পষ্ট রয়ে গেছে। সোমালি সরকার এ বিষয়ে এখনও মন্তব্য করেনি।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।