ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ক্ষুদ্র গ্রামের নিয়ন্ত্রণ দাবি ইউক্রেন-রাশিয়া দুদেশেরই

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
ক্ষুদ্র গ্রামের নিয়ন্ত্রণ দাবি ইউক্রেন-রাশিয়া দুদেশেরই খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্ধারকারীরা কাজ করছেন

রাশিয়ার দাবি, দেশটির বাহিনী ইউক্রেনের খারকিভ অঞ্চলের তাবাইভকা গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে কিয়েভ এ দাবি প্রত্যাখ্যান করেছে।

খবর আল জাজিরার।  

সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে মস্কো ক্ষুদ্র গ্রামটির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে। অন্যদিকে ইউক্রেনের কর্মকর্তারা দ্রুত জাতীয় টিভি চ্যানেলে জানান, গ্রামটি কিয়েভ নিয়ন্ত্রণেই রয়েছে।

এ মতবিরোধ ফ্রন্টলাইনের জটিল আর ঘোলাটে পরিস্থিতি চিত্রায়িত করে, যা প্রায় দুই বছর ধরে চলছে।

রাশিয়ার সেনাবাহিনী বলছে, তারা তাবাইভকা স্বাধীন করেছে। তবে ইউক্রেনের স্থলবাহিনীর যোগাযোগ প্রধান ভলোদিমির ফিতিও বলেন, এটি বাস্তবতার সাথে মেলে না। অঞ্চলটির কাছেই যুদ্ধ চলছে।  

ফিতিও বলেন, তবুও মস্কো সব দিক থেকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে।  

তাবাইভকা গ্রামের অবস্থান লুহানস্ক অঞ্চল লাগোয়া সীমান্তের কাছেই। মস্কোর আক্রমণের আগে এখানে জনসংখ্যা ছিল ৩৪ জন।  

এ সংঘাত যে একটি অচলাবস্থায় পৌঁছেছে, তা রাশিয়া-ইউক্রেন উভয়ই অস্বীকার করছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।