ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের জন্য ৫০ বিলিয়ন ইউরোর তহবিলে রাজি ইইউ নেতারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
ইউক্রেনের জন্য ৫০ বিলিয়ন ইউরোর তহবিলে রাজি ইইউ নেতারা

ইউরোপীয় ইউনিয়নের নেতারা রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে ৫০ বিলিয়ন ইউরোর সহায়তা তহবিল দিতে রাজি হয়েছেন। তহবিলটি এর আগে হাঙ্গেরি আটকে দিয়েছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তহবিলের জন্য স্বাগত জানিয়ে বলছেন, এটি তার দেশের অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতাকে শক্তিশালী করবে।  

ইউক্রেনের অর্থ মন্ত্রণালয় বলছে, তারা আশা করছে, তহবিলের প্রথম কিস্তি মার্চে পাওয়া যাবে।  

ডিসেম্বরে ইউরোপীয় দেশগুলোর শীর্ষ সম্মেলনের মতো হাঙ্গেরির প্রধানমন্ত্রী আবারও তহবিলটি আটকে দেবেন কি না, সেই শঙ্কা ছিল।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউরোপীয় ইউনিয়নে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। তিনি বলেছিলেন, তিনি ইউক্রেন নিয়ে জোটের নীতি নিয়ে পুনরায় ভাবতে বাধ্য করতে চান। সেবার তিনি কিয়েভের জন্য পরবর্তী চার বছরের অর্থায়ন নিয়ে প্রশ্ন তোলেন।  

তহবিলটির মাধ্যমে আগামী চার বছর পেনশন, বেতন-ভাতাসহ অন্যান্য খরচ নির্বাহে সাহায্য করবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এক্স হ্যান্ডলে লেখেন, ইউরোপের জন্য একটিভ আলো দিন।  

মানবাধিকার ও দুর্নীতির বিষয়ে উদ্বেগের কারণে ইইউ হাঙ্গেরির জন্য ২০ বিলিয়ন ইউরোর তহবিল আটকে রেখেছে।

ইউরোপীয় নেতারা ডিসেম্বরে ইউক্রেনের জন্য ইইউ সদস্যপদের আলোচনা শুরুর বিষয়ে সম্মত হন। এ সিদ্ধান্তকে দেশটির বিজয় হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। এর পর বৃহস্পতিবার নতুন তহবিলে রাজি হওয়ার ঘোষণা এলো।  

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
আরএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।