ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সহিংসতার অবসানে থাই সরকারের সঙ্গে একমত বিচ্ছিন্নতাবাদীরা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
সহিংসতার অবসানে থাই সরকারের সঙ্গে একমত বিচ্ছিন্নতাবাদীরা

থাইল্যান্ড সরকার এবং দেশটির দক্ষিণের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা দুই দশকব্যাপী লড়ায়ের ইতি ঘটানোর লক্ষ্যে নতুন পরিকল্পনায় একমত হয়েছে।

মালয়েশিয়ান পরামর্শদাতা জয়নাল আবিদীন বুধবার সাংবাদিকদের বলেন যে, উভয় পক্ষই একটি ‘উন্নত’ শান্তি পরিকল্পনায় নীতিগতভাবে সম্মত হয়েছে।

তিনি বলেন, থাই নির্বাচনের কারণে গত বছর সংলাপ স্থগিত হওয়ার পর এটি একটি বড় অগ্রগতি।

মালশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দুপক্ষের মধ্যে দুদিনব্যাপী আলোচনা অনুষ্ঠিত হয়। আগামী দুই মাসপর তারা পরিকল্পনার বিশদ বিবরণ তৈরি করতে সাক্ষাৎ করবে।  

তারা ১০ মার্চ থেকে শুরু হওয়া মুসলিমদের রমজাম মাস এবং এপ্রিলের মাঝামাঝি থাই উৎসব সংক্রান ঘিরে যুদ্ধবিরতিতে সম্মত হবে বলে আশাবাদী।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও থাই সরকারের মধ্যে মালয়েশিয়া মধ্যস্ততা করে আসছে ২০১৩ সাল থেকে। তবে অগ্রগতি খুব অল্পই হয়েছে।

২০০৪ সাল থেকে থাইল্যান্ডে মালয়, মুসলিম প্রদেশ ইয়ালা, পাত্তানি ও নারাথিওয়াতে সহিংসতায় সাত হাজারের বেশি লোকের প্রাণ গেছে।  

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।