দক্ষিণ-পূর্ব ইরানের কেরমান প্রদেশে শনিবার ভোরে এক ব্যক্তি তার পরিবারের ১২ সদস্যকে গুলি করে হত্যা করেছেন। এ সময় তার গুলিতে আরও তিনজন আহত হন।
কেরমানের পুলিশ কমান্ডার নাসের ফারশিদের বরাত দিয়ে ‘তাসনিম’ জানায়, ঘটনাটি স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় ফারিয়াব কাউন্টিতে ঘটে। ২৫ বছর বয়সী সশস্ত্র ব্যক্তি দুটি বাড়িতে তার দুই সৎ ভাই এবং তাদের পরিবারের সদস্যদের ওপর গুলি চালায়। খুনিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
কেরমানের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম হামিদি বলেছেন, সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-এর মতে, লোকটি তার বাবাসহ পরিবারের সদস্যদের হত্যা করার জন্য একটি কালাশনিকভ রাইফেল ব্যবহার করেছিল।
ইরানে ব্যাপক গুলি চালানোর ঘটনা বিরল, দেশটিতে নাগরিকদের শুধুমাত্র শিকারের জন্য রাইফেল রাখার অনুমতি দেওয়া হয়।
জানুয়ারিতে একই প্রদেশে একটি সামরিক ঘাঁটির ভেতরে সেনাবাহিনীর একজন কর্মী গুলি চালায়, পালিয়ে যাওয়ার আগে কমপক্ষে পাঁচজন সৈন্যকে হত্যা করে।
সূত্র: সিনহুয়া
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
জেএইচ