ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাড়ির জানালা দিয়ে অর্থ ছিটাচ্ছেন এক ব্যক্তি, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
গাড়ির জানালা দিয়ে অর্থ ছিটাচ্ছেন এক ব্যক্তি, ভিডিও ভাইরাল

সড়কে দ্রুত গতিতে ছুটে চলেছে বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি। আর সেই গাড়ির আরোহীরা জানালা দিয়ে অর্থ ছিটাচ্ছেন রাস্তায়।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে পোস্ট করা একটি রিল ভিডিওতে এমনটাই দেখা গেল।  

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ ও ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভিডিও ধারণ করা হয়েছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের নদীয়া শহরের ২০ নম্বর সেক্টরের একটি সড়কে। তবে ঘটনাটি সময় নিশ্চিত করা যায়নি।  

এদিকে রাস্তায় অর্থ ছিটানোর কাণ্ড মোটেই ভালোভাবে নেননি ভারতীয় নেটিজেনরা। তাদের তুমুল সমালোচনার জেরে ভিডিওটি রীতিমতো ভাইরাল।

ট্রাফিক আইন অমান্য করা ও অন্যদের জীবন ঝুঁকির মুখে ফেলার কারণে গাড়ির আরোহীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন অনেকে।

বিষয়টি বিবেচনা করে ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে নদীয়া ট্রাফিক পুলিশ।

এরই মধ্যে ওই গাড়ির মালিককে ২১ হাজার রুপি জরিমানা করেছে তারা।

নদীয় ট্রাফিক পুলিশ এক্সবার্তায় জানিয়েছে, ট্রাফিক নিয়ম লঙ্ঘনের মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে ওই গাড়ির মালিকের বিরুদ্ধে। সংশ্লিষ্ট গাড়ির বিরুদ্ধে ই-চালান (২১ হাজার রুপি জরিমানা) জারি করে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।