ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ক্ষুধায় মারা গেল দুই মাসের ফিলিস্তিনি শিশু

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
গাজায় ক্ষুধায় মারা গেল দুই মাসের ফিলিস্তিনি শিশু

গাজার উত্তরাঞ্চলে দুই মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু ক্ষুধায় মারা গেছে বলে গণমাধ্যমে খবরে জানা গেছে। অবরুদ্ধ ছিটমহলটিতে ইসরায়েলের যুদ্ধের কারণে শিশু মৃত্যু হঠাৎই বেড়ে যেতে পারে, কদিন আগেই জাতিসংঘ সতর্ক করেছিল।

বার্তাসংস্থা শিহাব বলছে, মাহমুদ ফাত্তুহ নামে ওই শিশু শুক্রবার গাজা সিটির আল-শিফা হাসপাতালে মারা যায়। আল জাজিরার যাচাই করা ফুটেজে দেখা যায়, হাসপাতালের বিছানায় দুর্বল শিশুটি হাঁপাচ্ছিল।  

ছেলেটিকে হাসপাতালে নিয়ে যাওয়া এক প্যারামেডিক বলেন, মাহমুদ তীব্র অপুষ্টিতে মারা গেছে।

ভিডিওতে তিনি বলেন, আমরা দেখতে পাই এক নারী তার সন্তানকে কোলে নিয়ে চিকিৎসার জন্য চিৎকার করছেন। ফ্যাকাশে হয়ে যাওয়া শিশুটি মনে হয় শেষ দিকের সময়ে নিঃশ্বাস নিচ্ছিল।  

তিনি বলেন, আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে জানতে পারি সে তীব্র অপুষ্টিতে ভুগছে। মেডিকেল কর্মীরা তাকে আইসিইউতে নিয়ে যায়। কয়েক দিন ধরে শিশুটি দুধ ক্ষেতে পারেনি। শিশুদের খাবার দুধ গাজায় নেই।  

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ