ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি, শতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
গাজায় খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি, শতাধিক নিহত

গাজায় খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনা ঘটেছে। উত্তর গাজায় এ ঘটনায় শতাধিক লোকের প্রাণ গেছে।

খবর বিবিসির।  

হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি বাহিনীর ওপর এ হামলার দায় চাপিয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যম হাসপাতাল সূত্রে জানাচ্ছে, ইসরায়েলি বাহিনী ওই ভিড়ে গুলি চালায়।  

ইসরায়েলি সামরিক সূত্র বলছে, বিপদে পড়েছে ভেবে ইসরায়েলি সেনারা গুলি চালায়।  

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, ট্রাকের নিচে পিষ্ট হয়ে কিছু লোক নিহত হয়েছে।

গাজা সিটি থেকে এক সাংবাদিক বিবিসিকেব অলেন, ত্রাণ নিতে আসা লোকেদের ভিড়ে ইসরায়েলি একটি ট্যাংক থেকে গুলি চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তাদের কাছে গোলাগুলির কোনো খবর নেই। ঘটনাটি পর্যবেক্ষণ করা হচ্ছে।

গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর নিহত ৩০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ২১ হাজার নারী ও শিশু। যুদ্ধে নিখোঁজ সাত হাজার ফিলিস্তিনি। আহত হয়েছেন ৭০ হাজার ৪৫০ জন।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ