ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভোটের দিন পুতিনের বিরুদ্ধে বিক্ষোভের ডাক নাভালনির স্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
ভোটের দিন পুতিনের বিরুদ্ধে বিক্ষোভের ডাক নাভালনির স্ত্রীর

রাশিয়ায় মারা যাওয়া বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া আসন্ন নির্বাচনের দিন জড়ো হয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

ইউটিউবে নাভালনায়া বুধবার রাশিয়ার জনগণের উদ্দেশে এ আহ্বান জানান।

তিনি জনগণকে ১৭ মার্চ ভোটকেন্দ্রে জড়ো হয়ে পুতিনের বিরুদ্ধে ভোট দিতে অথবা ব্যালট নষ্ট করে দিতে বলেন।

আর্কটিক অঞ্চলের এক কারাগারে গত মাসে মারা যান নাভালনি। তিনি ছিলেন পুতিনের শক্ত প্রতিযোগী। নাভালনায়া তার স্বামীর কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

নাভালনায়া সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, আমরা যে আছি এবং আমাদের মধ্যে যে অনেকেই আছে, তা দেখানোর জন্য নির্বাচনের দিনকে ব্যবহার করতে পারি।  

তিনি বলেন, আমরা বাস্তব, জীবন্ত মানুষ এবং আমরা পুতিনের বিরুদ্ধে। ১৭ মার্চ দুপুরে আপনাদের একই সময়ে ভোটকেন্দ্রে আসতে হবে।

নাভালনির স্ত্রী বলেন, এরপর কী করবেন? পছন্দ আপনার। পুতিন ছাড়া যেকোনো প্রার্থীকে ভোট দিতে পারেন। ব্যালট নষ্ট করে দিতে পারেন। এতে আপনারা বড় অক্ষরে নাভালনি লিখে দিতে পারেন।  

১৫ থেকে ১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।