ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পে পাপুয়া নিউগিনিতে এক হাজার বাড়ি বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
ভূমিকম্পে পাপুয়া নিউগিনিতে এক হাজার বাড়ি বিধ্বস্ত

পাপুয়া নিউগিনির পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে হাজারের মতো বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে। প্রাণ গেছে বেশ কয়েকজনের।

কর্মকর্তারা এসব তথ্য জানান। খবর আল জাজিরার।  

রোববার স্থানীয় সময় ভোর ৬টা ২০ মিনিটের দিকে ইস্ট সেপিক অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। স্থানটি আমবুন্তি শহরের কাছে, রাজধানী পোর্ট মোর্সবির ৭৫৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

ইস্ট সেপিকের গভর্নর অ্যালান বার্ড ফেসবুকে জানান, ভূমিকম্পটি প্রদেশের অধিকাংশ অঞ্চলকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি বলেন, ইতোমধ্যে বেশ কয়েকজন নিহত হয়েছেন।  

তিনি আরও বলেন, কর্তৃপক্ষ এখনো ভূমিকম্পের প্রভাব মূল্যায়ন করছে। তবে এক হাজারের মতো বাড়ি আমরা হারিয়েছি।

প্রাথমিক প্রতিবেদনে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও প্রাদেশিক পুলিশের কমান্ডার ক্রিস্টোফার তামারি এএফপিকে সোমবার বলেন, পাঁচজনের প্রাণহানি ঘটেছে। উদ্ধার কার্যক্রম চলছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।  

দেশটির সেপিক নদীর কাছে ডজনখানেক গ্রাম মার্চের শুরু থেকেই ব্যাপক বন্যার ধকলে। ঠিক এমন সময় ভূমিকম্পটি আঘাত করল।

অ্যালান বার্ড সোমবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে (এবিসি) বলেন, ৮০০ কিলোমিটারের বেশি দীর্ঘ অঞ্চলজুড়ে ৬০-৭০টি গ্রামে বন্যা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।