ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের ওপর হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের ওপর হামলায় নিহত ১১

ইরানের দক্ষিণপূর্ব সীমান্তবর্তী প্রদেশ সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন দপ্তরে হামলায় অন্তত ১১ নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

রাষ্ট্রীয় গণমাধ্যম এমনটি জানিয়েছে।
 
পরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর সংঘাতে সুন্নি সশস্ত্র গোষ্ঠী জইশ আল-আদিলের (আর্মি অব জাস্টিস) ১৬ সদস্য নিহত হন বলে বৃহস্পতিবার জানায় ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল।  

আফগানিস্তান ও পাকিস্তান সীমান্ত লাগোয়া সিস্তান-বেলুচিস্তান প্রদেশের চাকবাহার ও রাস্ক শহরে হামলার ঘটনা ঘটে।  

তেহরান ও আল জাজিরার সাংবাদিক দোরসা জব্বারি বলেন, এ দফার হামলা জইশ আল আদিলের চালানো ভয়াবহ হামলার একটি।

বেশ কয়েকঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে সংঘাত চলে জানিয়ে তিনি বলেন, বন্দুকধারীরা একযোগে বিভিন্ন নিরাপত্তা ও সামরিক ভবনে হামলা চালায়। তাদের পরনে ছিল সুইসাইড ভেস্ট।

উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মজিদ মিরাহমাদি রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে বলেন, সন্ত্রাসীদের চাকবাহার ও রাস্কের হেডকোয়ার্টার দখলের উদ্দেশ্য সফল হয়নি।  

সংঘাতে ১০ নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।