ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবা শরিফের মসজিদের ওপর থেকে লাফ দিলেন মুসল্লি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
কাবা শরিফের মসজিদের ওপর থেকে লাফ দিলেন মুসল্লি

সৌদি আরবের মক্কার কাবা শরিফের মসজিদের ওপরতলা থেকে লাফিয়ে পড়লেন এক মুসল্লি।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মক্কা অঞ্চলের নিরাপত্তা কর্তৃপক্ষ।

আহত মুসল্লিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

এ ঘটনায় কাবার নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী তদন্ত শুরু করেছে। তারা আহত ওই মুসল্লির পরিচয় প্রকাশ করেনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’এ কর্তৃপক্ষ ঘটনাটি সম্পর্কে বিস্তারিত না জানিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেছে।

২০১৭ সালে একজন সৌদি নাগরিক কাবার সামনে নিজে শরীরের আগুন দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু নিরাপত্তা বাহিনী তাকে বাধা দেয়।

২০১৮ সালে তিনটি পৃথক আত্মহত্যা সংক্রান্ত ঘটনা ঘটেছে। জুনের শুরুতে মসজিদের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন এক ফরাসি নাগরিক। ওই ঘটনার এক সপ্তাহ পর একই কায়দায় আত্মহত্যা করেন এক বাংলাদেশি। সে বছরের আগস্টে এক সৌদি নাগরিক কাবা শরিফের মসজিদের ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

সূত্র: খালিজ টাইমস

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।