ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে বাস উল্টে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
ব্রাজিলে বাস উল্টে নিহত ৯

দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশ ব্রাজিলের পূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়ার টেক্সেইরা ডি ফ্রেইতাস শহরের সড়কে একটি বাস উল্টে কমপক্ষে নয়জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ।

ফেডারেল হাইওয়ে পুলিশ আরও জানিয়েছে, সকালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারানোর পর বাস উল্টে এ দুর্ঘটনা ঘটে।

বাসটি দক্ষিণ-পূর্ব ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে ছেড়ে পর্যটন শহর পোর্তো সেগুরোর দিকে যাচ্ছিল।

আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্র: সিনহুয়া নেট

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।