ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

একের পর এক ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
একের পর এক ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

একের পর এক ভূমিকম্পে কাঁপল তাইওয়ান। সোমবার দেশটির পূর্ব উপকূলে কয়েক ডজনের বেশি ভূমিকম্প হয়।

সবচেয়ে শক্তিশালীটি ছিল ৫ দশমিক ৭ মাত্রার। রাজধানী তাইপেতেও কম্পন অনুভূত হয়।

দ্বীপটির আবহাওয়া প্রশাসন এসব তথ্য জানিয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। খবর রয়টার্সের।  

এসব ভূমিকম্প ছিল পূর্বাঞ্চলীয় কাউন্টি হুয়ালিয়েনকেন্দ্রিক। সেখানে চলতি মাসের শুরুতে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১৪ জনের প্রাণ যায়। এরপর থেকে তাইওয়ানে শতাধিক আফটারশক হয়েছে।  

দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছেই তাইওয়ানের অবস্থান। এ কারণেই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ।  

২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে শতাধিক লোকের প্রাণহানি ঘটে। ১৯৯৯ সালে সেখানে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে দুই হাজারেরও বেশি লোক নিহত হন।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।