ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মে ১৫, ২০২৪
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বুধবার গুলিবিদ্ধ হয়েছেন। দেশটির সরকারের দপ্তর এমনটি জানিয়েছে।

খবর রয়টার্সের।  

হ্যান্ডলোভা শহরে সরকারি এক বৈঠকে অংশ নেওয়ার পর গুলিবিদ্ধ হলে ৫৯ বছর বয়সী ফিকোকে সেখানকার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে জরুরি চিকিৎসায় হেলিকপ্টারে করে বানস্কা বাইস্ট্রিকা শহরে নেওয়া হয়।  

রাজধানী ব্রাতিস্লাভার উত্তর-পূর্বে হ্যান্ডলোভায় বৈঠক শেষে রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সেখানে বেশ কয়েকটি গুলির শব্দ শুনতে পান। তিনি জানান, পুলিশ এক ব্যক্তিকে আটক করে। নিরাপত্তা কর্মকর্তারা একজনকে গাড়িতে নিয়ে চলে গেছেন।

দেশটির সরকারের দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, হ্যান্ডলোভায় আজ প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে হত্যার চেষ্টা হয়েছে।

ইমার্জেন্সি সার্ভিস বলেছে, আড়াইটার পর তারা এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার খবর পায়। তারা ৫৯ বছর বয়সী ওই ব্যক্তির জন্য হেলিকপ্টার পাঠায়।  

টিভি চ্যানেলে টিএ৩ খবরে জানায়, চারটি গুলি করা হয়। বামপন্থী ওই প্রধানমন্ত্রীর পেটে গুলি লেগেছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এ ঘটনার নিন্দা জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোভুক্ত দেশটির মিত্ররাও এ ঘটনায় হতবাক।

ভন ডার লিয়েন বলেন, আমাদের সমাজে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এ ধরনের সহিংসতা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ১৫, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।