ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে প্রাথমিক বিদ্যালয়ে ছুরি হামলা, নিহত  ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মে ২০, ২০২৪
চীনে প্রাথমিক বিদ্যালয়ে ছুরি হামলা, নিহত  ২

চীনের দক্ষিণাঞ্চলীয় জিয়াংজি প্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক নারীর ছুরি হামলায় দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।  

গুইক্সি শহরের ওই স্কুলে সোমবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে জিয়াংজি প্রদেশের পুলিশ।

হতাহতদের মধ্যে শিশু রয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  

পুলিশ সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানিয়েছে,  ৪৫ বছর বয়সী এক নারী এ ছুরি হামলা চালিয়েছে। ওই নারীকে তাদের হেফাজতে আনা হয়েছে। কেন প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানো হয়েছে তা অস্পষ্ট। চীনে ৬ থেকে ১২ বছর বয়সী ছেলে মেয়েরা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে।

সম্প্রতি চীনে ছুরি হামলার ঘটনা ঘটছে। গত বছরের মে মাসে দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশের একটি হাসপাতালে এক ব্যক্তি ছুরিকাঘাত করে দুইজনকে হত্যা এবং ২১ জন আহত করেন।

গত বছরের আগস্টে একটি আবাসিক জেলায় ছুরি হামলায় সাতজন নিহত হন।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ২০, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।