পর্যটকদের কাছে জনপ্রিয় স্পেনের দ্বীপ মায়োর্কায় দোতলা একটি ভবন ধ্বসে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২১ জন।
জরুরি পরিষেবা সংস্থা বৃহস্পতিবার এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ভুক্তভোগীদের মধ্যে সাতজনের অবস্থা অতি গুরুতর। ৯ জনের অবস্থা গুরুতর। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভূমধ্যসাগরীয় দ্বীপটির রাজধানী পালমা দে মায়োর্কার দক্ষিণে প্লায়া দে পালমা এলাকায় ধ্বসে পড়া ভবনটিতে ছিল একটি রেস্তোরাঁ।
স্থানীয় পুলিশের মুখপাত্র এ রেডিও স্টেশন আরএনইকে বলেন, রাত ৮টার দিকে প্রথম জরুরি কলটি আসে। সম্ভবত অতিরিক্ত ওজনের কারণে ছাদটি নিচে নেমে আসে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
ব্যালেরিক আইল্যান্ডসের সরকারি টিভি চ্যানেল আইবি৩ খবরে জানায়, লোকজন ছাদে নাচানাচি করছিল। পরে তা নিচের মেঝেতে ধসে পড়ে।
এক দমকলকর্মী আল্টিমা হোরা নামক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে দুঃস্বপ্নের দৃশ্য বর্ণনা করেন। তিনি বলেন, যখন তিনি ঘটনাস্থলে যান, দেখতে পান লোকজন নিচতলায় ধ্বংসস্তূপের আশপাশে কান্নাকাটি করছে, চিৎকার করছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও শোক জানান।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মে ২৪, ২০২৪
আরএইচ