ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের আরও ৩ জিম্মির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মে ২৪, ২০২৪
ইসরায়েলের আরও ৩ জিম্মির মরদেহ উদ্ধার

ইসরায়েলের আরও তিন জিম্মির মরদেহ গাজা থেকে উদ্ধার করা হয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

খবর বিবিসির।  

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে প্রায় এক হাজার ২০০ ইসরায়েলির প্রাণ যায়। হামাস হামলার পাশাপাশি ২৫২ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়।  

তাদের মধ্যে মরদেহ পাওয়া এ তিন জিম্মিও ছিলেন। তারা হলেন, হানান ইয়াবলোনকা, মিশেল নিসেনবাউম ও ওরিয়ন হার্নান্দেজ।  

আইডিএফ বলছে, মরদেহ তিনটি জাবালিয়া শহরের উত্তর দিক থেকে উদ্ধার করা হয়। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।

এক সপ্তাহ আগেই আরও তিন জিম্মির মরদেহ গাজা থেকে উদ্ধার করা হয়। ইসরায়েল বলছে, এখনো প্রায় ১৩০ জনের মতো জিম্মি রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মে ২৪, ২০২৪

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।