ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাফায় ইসরায়েলি বাহিনীর হামলা, এক ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মে ২৬, ২০২৪
রাফায় ইসরায়েলি বাহিনীর হামলা, এক ফিলিস্তিনি নিহত

গাজার রাফা শহরের মধ্যবর্তী অঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আর একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা।

খবর আল জাজিরার।

বার্তাসংস্থাটি বলেছে, আহতদের রাফায় কুয়েতি হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে রাফায় রাতভর হামলায় এক শিশুসহ ছয় ফিলিস্তিনি নিহত হন বলে জানায় আল জাজিরা।  

শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইসরায়েলকে রাফায় সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেয়। গাজার দক্ষিণের শহরের পরিস্থিতিকে মানবেতর বলে উল্লেখ করে আইসিজে।

যুদ্ধ শুরুর পর থেকে নানা সময় লাখ লাখ বেসামরিক লোকজন আশ্রয় নেন। আইসিজের আদেশ উপেক্ষা করে ইসরায়েল সেখানে হামলা জোরদার করে।  

এদিকে হামাসের সামরিক শাখা তেল আবিবে হামলা চালিয়েছে। এর আগে হামাসের কাশেম ব্রিগেডস জানায়, তাদের যোদ্ধারা জাবালিয়া শিবিরে অনির্দিষ্ট সংখ্যক ইসরায়েলি সেনা হত্যা ও আটক করেছেন। তবে ইসরায়েলি সামরিক বাহিনী সেই দাবি অস্বীকার করে।  

স্থানীয় গণমাধ্যম জানায়, ইসরায়েলের মধ্যাঞ্চলে তেলআবিবসহ প্রায় ৩০টি স্থানে সাইরেন বেজে ওঠে।  

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, মে ২৬, ২০২৪
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।