ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

জয়পুরে বিজেপির মঞ্জু শর্মা জয়ী

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুন ৪, ২০২৪
জয়পুরে বিজেপির মঞ্জু শর্মা জয়ী

ভারতে লোকসভা নির্বাচনের দীর্ঘ কর্মযজ্ঞ শেষে মঙ্গলবার (৪ জুন) ভোটগণনা চলছে।  

রাজস্থানের জয়পুর থেকে বিজেপি প্রার্থী মঞ্জু শর্মাকে জয়ী বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রবীণ এ প্রার্থী পেয়েছেন আট লাখ ৮৬ হাজার ৮৫০টি ভোট।  

তিনি কংগ্রেসের প্রতাপ সিং কাছারিয়াওয়াসকে তিন লাখ ৩১ হাজার ৭৬৭ ভোটে পরাজিত করেছেন।

একই আসন থেকে ভোটে লড়েছিলেন বহুজন সমাজ পার্টির রাজেশ তনওয়ার। তিনি পেয়েছেন তিন হাজার ৪৬১টি ভোট।

এর আগে গুজরাটের সুরাটে বিজেপি প্রার্থী মুকেশ কুমার চন্দ্রকান্ত দালাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান। গত এপ্রিল মাসে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

সুরাটের ওই আসনে ভোটে লড়াইয়ের জন্য আবেদন জানানো কংগ্রেসের দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল স্বাক্ষর গরমিলের অভিযোগে।  

ওই একই আসন থেকে আরও আটজন প্রার্থী নির্বাচনে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন।

সন্ধ্যার মধ্যে জানা যাবে ভারতের নতুন সরকারের দায়িত্ব কারা পাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ৪, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।