ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইমরানের শক্ত অবস্থান থেকে পিছু হটার যে কারণ জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুন ৭, ২০২৪
ইমরানের শক্ত অবস্থান থেকে পিছু হটার যে কারণ জানা গেল

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান তার দৃঢ় অবস্থান থেকে সরে আসছেন। কারাগার থেকে তিনি দলের শীর্ষ নেতাদের সংসদের ভেতর ও বাইরে বাইরে যোগাযোগ স্থাপনের আহ্বান জানিয়েছেন।

খবর জিও নিউজের।

পাকিস্তানে চলমান রাজনৈতিক উত্তেজনা হ্রাস করতেই ইমরান খান এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জিওর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, পিটিআই নেতারা সংসদের বাইরে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে সংলাপে বসবেন। এছাড়া ইমরান খানের দলের নির্বাচিত সংসদ সদস্যরা সরকার দলীয় জোট নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন।    

সম্প্রতি এক শুনানিতে পাকিস্তানের প্রধান বিচারক কাজী ফায়েজ ইসার সঙ্গে ইমরান খানের কথা হয়। ওই শুনানিতে প্রধান বিচারক ইমরান খানকে পাকিস্তানের সমস্যা নিরসনে তাকে সংসদে যাওয়ার আহ্বান জানান। পাকিস্তানের সামনে এগোনো উচিত বলে প্রধান বিচারক উল্লেখ করেন।

মূলত এরপরেই ইমরান খান সরকার দলীয় জোট নেতাদের সঙ্গে আলোচনায় না বসার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

ইমরান খানের নির্দেশনার বিষয়ে খবরে বলা হয়েছে, তিনি তার দলের তিন সদস্যের কমিটি করে দিয়েছেন এবং এই কমিটিকে সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় বসার নির্দেশনা দিয়েছেন। অন্যদিকে, খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গেন্দাপুর আলোচনায় যুক্ত হয়েছেন।

সূত্র বলেছে, পাকিস্তানে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে ইমরান খানের দল প্রয়োজনীয় সব কিছুতে সমর্থন দেবেন।

ইমরান খান ২০২২ সালের এপ্রিলে বিরোধীদের ‘নো কনফিডেন্স’ ভোটে ক্ষমতাচ্যুত হন। তার পরে গত বছরের আগস্ট থেকে তিনি কারাগারে আছেন। সম্প্রতি একটি ভিডিও লিংকের মাধ্যমে ইমরান খান প্রধান বিচার কাজী ফায়েজ ইসার নেতৃত্বাধীন বেঞ্চের একটি শুনানিতে আসেন ও তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ৭, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।