ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

 তীব্র তাপপ্রবাহে ওড়িশায় ৭২ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, জুন ১২, ২০২৪
 তীব্র তাপপ্রবাহে ওড়িশায় ৭২ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহে ভারতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ওড়িশায় ৭২ ঘণ্টায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দেশটির সরকারি পরিসংখ্যান অনুসারে, তাপজনিত অসুস্থতার কারণে ভারত জুড়ে মার্চ থেকে মে মাসে ৬০ জনের মৃত্যু হয়েছে। তবে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় তাপজনিত মৃত্যুর তথ্য না পাওয়ায় সংখ্যাটি আরও বেশি হতে পারে।

কর্মকর্তারা বলছেন, রেকর্ড তাপমাত্রায় ভারত দীর্ঘতম তাপপ্রবাহের মধ্যে দিয়ে যাচ্ছে। সম্প্রতি কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে।

ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের (আইএমডি) মৃত্যুঞ্জয় মহাপাত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, এটি দীর্ঘতম তাপপ্রবাহ এটি দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ২৪ দিন ধরে চলছে। উত্তর ভারতের কয়েকটি অঞ্চলে মে মাসের মাঝামাঝি থেকে তাপপ্রবাহ প্রচণ্ড বেড়েছে, বেশ কয়েকটি শহরে তাপমাত্রা ৪৫-৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে দেশটির কয়েকটি অঞ্চলে পানির সংকট তীব্র আকার ধারণ করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর প্রদেশ ও বিহার রাজ্যে সাধারণ নির্বাচনের চূড়ান্ত পর্বের ভোটের সময় কমপক্ষে ১৯ ভোটগ্রহণ কর্মকর্তা তাপজনিত অসুস্থতায় মারা গেছেন।

৩১ মে বিহার, উত্তর প্রদেশ এবং ওড়িশায় হিটস্ট্রোকে নির্বাচনী কর্মকর্তাসহ অন্তত ৩৩ জন মারা যান।

গত ৩০ মে ভারতের দক্ষিণ উপকূলে মৌসুমি বায়ুর প্রভাবে শুরু হওয়া বৃষ্টি উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়ায় কিছুটা স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে।

আইএমডি বর্ষা মৌসুমের পূর্বাভাস দিয়েছে।

তবে মহাপাত্র বলেছেন, সতর্কতামূলক বা প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হলে তাপপ্রবাহ আরও দীর্ঘ এবং তীব্র হবে।

আবহাওয়া অফিস আগামী পাঁচদিন উত্তর-পশ্চিম ও পূর্ব ভারতে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে।

ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্রীনহাউস গ্যাস নির্গমনকারী দেশ। দেশটি বিদ্যুৎ উৎপাদনে কয়লার ওপর নির্ভরশীল।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, জুন ১২, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।