ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ২৮ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করল ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
পশ্চিম তীরে ২৮ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করল ইসরায়েলি বাহিনী

অধিকৃত পশ্চিম তীরে একের পর এক অভিযান চালিয়ে ২৮ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ফিলিস্তিনি একটি মানবাধিকার গোষ্ঠী এমন তথ্য জানিয়েছে।

খবর আল জাজিরার।

ফিলিস্তিনি প্রিজনার'স সোসাইটি বৃহস্পতিবার বলেছে, জেনিন, হেবরন, বেথলেহেম, রামাল্লা ও আল-বিরেহ, নাবলুস ও জেরুজালেমে রাতভর অভিযান চলেছে। এসব অভিযান অধিকৃত অঞ্চলগুলোতে ইসরায়েলের সহিংস হামলারই অংশ।

গ্রেপ্তারের দৈনিক হিসাব রাখা গোষ্ঠীটি বলছে, ইসরায়েলি বাহিনী গুরুতর মারধর চালানোর পাশাপাশি গ্রেপ্তার ফিলিস্তিনিদের পরিবারকে হুমকিও দিয়েছে।

গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। ফিলিস্তিনি বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে ঘন ঘন সেনা অভিযান, ফিলিস্তিনি গ্রামগুলোতে ইহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডব এবং সড়কে ফিলিস্তিনিদের হামলার মতো ঘটনা ঘটছে।  

রামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক নুর ওদেহ বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী নাটকীয়ভাবে তাদের অভিযান বাড়িয়েছে। এক দিনে প্রায় ৩৮টি অভিযানও পরিচালনা করেছে। গ্রেপ্তারের সংখ্যাও বাড়ছে। বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা গত বছরের তুলনায় ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। এতে হাজারেরও বেশি ফিলিস্তিনি ঘরছাড়া হচ্ছেন।  

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।