ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

স্লোভাকিয়ায় লেভেল ক্রসিংয়ে ট্রেন-বাসের সংঘর্ষে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
স্লোভাকিয়ায় লেভেল ক্রসিংয়ে ট্রেন-বাসের সংঘর্ষে নিহত ৭

দক্ষিণ স্লোভাকিয়ায় একটি লেভেল ক্রসিংয়ে একটি আন্তর্জাতিক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি বাসের সংঘর্ষে সাতজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির রেল কর্মকর্তারা।

স্লোভাক অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, যারা মারা গেছে তারা সবাই বাসযাত্রী ছিলেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্টেট রেলওয়ে কোম্পানি জেডএসএসকে জানিয়েছে, ১০০ জনের বেশি যাত্রী নিয়ে আন্তর্জাতিক ট্রেনটি প্রাগ থেকে বুদাপেস্টে যাচ্ছিল। পথিমধ্যে রাজধানী ব্রাতিস্লাভা থেকে ১১০ কিমি (৬৮ মাইল) পূর্বে নভে জামকির কাছে সংঘর্ষের ঘটনাটি ঘটে। তবে সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

স্লোভাক এবং চেক মিডিয়া জানিয়েছে, নিহতদের কেউই ট্রেনের যাত্রী ছিলেন না। তবে তাদের নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

অভ্যন্তরীণ মন্ত্রী মাতুস সুতাজ এস্টক বলেছেন, দুর্ঘটনার পর অগ্নিকাণ্ডে তারা দগ্ধ হয়ে মারা যায়। তাদের মরদেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষের সময় ট্রেনে প্রায় ২০০ জন এবং বাসে নয়জন ছিলেন। ধাক্কায় বাসটি দু’ভাগ হয়ে যায়। আহতদের মধ্যে বাস ও ট্রেনের চালকও রয়েছেন।

ট্রেনটি চেক রেলওয়ের লোকোমোটিভ দ্বারা পরিচালিত। স্লোভাক রেলওয়ের ট্রেনের বগিগুলোকে টেনে নিয়ে যাচ্ছিল ওই লোকোমোটিভ।

চেক রেলওয়ে চালকের পদক্ষেপের প্রশংসা করে বলেছে, লাইনচ্যুতির ঘটনা এড়াতে চালকের তাৎক্ষণিক ব্যবস্থা ট্রেনটিকে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করেছে।  

স্লোভাক মিডিয়ায় উদ্ধৃত একজন অ্যারিভা মুখপাত্রের মতে, বাস চালকের ৩০ বছরের বেশি অভিজ্ঞতা ছিল।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে, এরই মধ্যে বলা হয়েছে সাম্প্রতিক ঝড়ের পর লেভেল ক্রসিংয়ে ফ্ল্যাশিং লাইট কার্যক্রম নিস্ক্রিয় হয়ে পড়ে। তবে স্লোভাক রেলওয়ে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

মন্ত্রী মাতুস সুতাজ এস্টক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, একটু অসাবধানতাই যথেষ্ট এবং জীবন এক সেকেন্ডে একশত ভাগে বদলে যেতে পারে চিরতরে। এ মর্মান্তিক ঘটনা আমাদের সবার জন্য রাস্তা এবং লেভেল ক্রসিংগুলোতে নিরাপত্তার দিকে মনোযোগ দেওয়ার জন্য একটি দৃষ্টান্ত হতে পারে।

যাত্রী ক্যাটারিনা মোলনারোভা এএফপিকে বলেছেন, আমি নভে জামকি স্টেশন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে এ দুর্ঘটনার বিকট শব্দ পাই।

৪৩ বছর বয়সী এ নারী বলেন, ট্রেন থেকে নামতে কয়েক মিনিট সময় লেগেছে। নেমেই আমরা দেখলাম ট্রেনের সামনের অংশে আগুন জ্বলছে।

পাঁচটি অ্যাম্বুলেন্স এবং তিনটি এয়ার অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জরুরি পরিষেবা।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।