ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর টানা ২৪ হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর টানা ২৪ হামলা

বৃহস্পতিবার গাজা শহরের শুজাইয়া আশেপাশে ফিলিস্তিনি যোদ্ধারা অগ্রসরমান ইসরায়েলি বাহিনীর উপর কমপক্ষে ২৪টি হামলা চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডাব্লিউ) এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট (সিটিপি) এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে।

শুজাইয়াতে ফিলিস্তিনি যোদ্ধাদের এই আক্রমণকে মে মাসে জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর ওপর আক্রমণের সঙ্গে তুলনা করা হচ্ছে, যেখানে ২৪ ঘণ্টার মধ্যে ৩৩টি হামলার শিকার হয়েছিল ইসরায়েলি বাহিনী, যাকে গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনীর জন্য সবচেয়ে কঠিন সময় বলে বিবেচনা করা হয়।

আইএসডাব্লিউ/সিটিপি যৌথ প্রতিবেদনে গাজায় যুদ্ধের বিষয়ে তাদের সর্বশেষ খবরে জানায়, শুক্রবার ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাদের উপর রকেট চালিত গ্রেনেড দিয়ে গাজা শহরের দক্ষিণে অবস্থিত একটি সেনাচৌকিতে হামলা চালিয়েছে। খবর আল জাজিরা

দক্ষিণ গাজার রাফাতে শুক্রবারও ফিলিস্তিনি যোদ্ধারা প্রতিরোধ অব্যাহত রেখেছে এবং আল-আকসা শহীদ ব্রিগেড শহরে ইসরায়েলি সৈন্যদের উপর রকেট এবং মর্টার হামলা চালিয়েছে। শহরের পূর্বে একজন ইসরায়েলি সৈন্যকে হামাসের স্নাইপার ইউনিট হত্যা করেছে।

এইসব আক্রমণ হামাসের স্বনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পরিচায়ক হয়ে দাঁড়িয়েছে যা গত নয় মাসের ইসরায়েলি সর্বগ্রাসী ধ্বংসলীলার পরও টিকে আছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।