ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় চার শিশুসহ ১২ জনের প্রাণ গেছে। যুদ্ধবিধ্বস্ত দেশটির বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক পাল্টা আক্রমণের মধ্যে তীব্র লড়াই চলছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার সতর্ক করে দিয়ে বলেন, জাপোরিঝিয়ার কাছে ভিলনিয়ানস্ক গ্রামে হামলায় নিহতের সংখ্যা বাড়তে পারে।
পশ্চিমা মিত্রদের অস্ত্র সরবরাহের গতি বাড়ানোর আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি বলেন, ঝাপোরিঝঝিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ সাতজন নিহত হয়েছেন। যুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার অর্থ হলো বহু মানুষের প্রাণহানি।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেনকো বলেন, জাপোরিঝঝিয়া শহর থেকে ৩০ কিলোমিটার দূরের ভিলনিয়ানস্কে চার শিশুসহ ১৮ জন আহত হয়েছেন।
গভরর্নর ইভান ফেদেরভ বলেন, দিনে-দুপুরে রাশিয়ার হামলার ঘটনা ঘটল। ছুটির দিনে লোকজন যখন অবসর সময় কাটাচ্ছিল, তখন এ হামলার ঘটনা ঘটে।
ইউক্রেনের কর্মকর্তারা জানান, শনিবার পূর্বদিকের গ্রামগুলোতে হামলায় চারজন নিহত হয়েছেন এবং ২৩ জন আহত হয়েছেন। দিনিপ্রো শহরে একটি নয়তলা আবাসিক ভবনে হামলায় একজনের প্রাণ গেছে, আহত হয়েছেন ১২ জন।
ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, ফ্রন্টলাইনজুড়ে হামলার সংখ্যা বেড়ে ৯০ হয়েছে। পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর ভাদিম ফিলাশকিন বলেন, রুশ বাহিনী গত ২৪ ঘণ্টায় জনবহুল বিভিন্ন এলাকায় ১৩ বার হামলা চালিয়েছে।
দিনিপ্রোয় হামলার উদাহরণ টেনে জেলেনস্কি বলেন, এ হামলা মিত্রদের মনে করিয়ে দেয়, ইউক্রেনের আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুন ৩০, ২০২৬
আরএইচ