ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নির্বাচনী বাজিতে হারতে বসেছেন ম্যাক্রোঁ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
নির্বাচনী বাজিতে হারতে বসেছেন ম্যাক্রোঁ 

ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে কট্টর ডানপন্থিরাদের কাছে বড় পরাজয়ের মুখে পড়েছে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর জোট।  

গত রোববার (৩০ জুন) অনুষ্ঠিত এই নির্বাচনের বুথফেরত জরিপ অনুযায়ী, মেরিন লে পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র‍্যালি (আরএন) এ নির্বাচনে প্রায় ৩৪ শতাংশ ভোট পেয়ে শীর্ষ স্থান পেতে যাচ্ছে।

প্রায় ২৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হতে পারেন বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। ম্যাক্রোঁর এনসেম্বল জোট ২০ দশমিক ৫ শতাংশ থেকে ২৩ শতাংশ ভোট নিয়ে তৃতীয় হতে পারে।  

ফ্রান্সের এবারের নির্বাচনে ভোট পড়ার হার ১৯৮৬ সালের পর সর্বোচ্চ। গতকাল স্থানীয় সময় বিকেল পাঁচটা নাগাদ ভোট পড়ার হার ছিল ৬০ শতাংশ। এর আগের পার্লামেন্ট নির্বাচনে ভোট পড়েছিল ৩৯ দশমিক ৪২ শতাংশ।  

ফ্রান্সের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ২৮৯ আসন প্রয়োজন। একাধিক জরিপ সংস্থার হিসাব বলছে, ৫৭৭ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসন পেতে পারে আরএন। কিন্তু দ্বিতীয় রাউন্ডের পর তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা এখনও নিশ্চিয় নয়।

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে খারাপ ফলাফল করার পর আগাম নির্বাচনের ঘোষণা দেন মাখোঁ। কিন্তু অনেকটা বাজি ধরার মত তার এই সিদ্ধান্ত এখন উল্টো ফল দিতে যাচ্ছে। এই পরাজয়ে পার্লামেন্টে ম্যাক্রোঁর জোটের অবস্থান আরও দুর্বল হয়ে পরবে বলে ধারণা করা হচ্ছে। ফলে, মেয়াদের বাকি তিন বছরে প্রেসিডেন্ট হিসেবে ম্যাক্রোঁর ক্ষমতা অনেকটা খর্ব হবে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।