ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৪১, বাইডেনের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৪১, বাইডেনের নিন্দা

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৪১ জন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।  

তিনি এ ঘটনাকে ‘রাশিয়ার বর্বরতার ভয়াবহ অনুস্মারক’ বলে আখ্যা দিয়েছেন।

বাইডেন কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছেন। খবর বিবিসির।  

সোমবার ইউক্রেনজুড়ে অন্তত ১৬৬ জন আহত হন। এর মধ্যে রাজধানী কিয়েভের শিশু হাসপাতালের কয়েকজনও রয়েছেন।  

মঙ্গলবার ওয়াশিংটনে ন্যাটো সম্মেলন শুরুর প্রস্তুতির ঠিক আগেই ইউক্রেনে এমন হামলার ঘটনা ঘটল।

মার্কিন প্রেসিডেন্ট জানান, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার ঘোষণা আসবে সম্মেলন থেকে।

সামরিক জোট ন্যাটোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩২ সদস্য রাষ্ট্র, সহযোগী দেশ ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা ওয়াশিংটনে জড়ো হচ্ছেন।

বাইডেন বলছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটো নেতাদের স্বাগত জানাবেন।  

ইউক্রেনে রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা ও প্রতিরোধ সম্মেলনে গুরুত্ব পাবে।  

বাইডেন বলেন, রাশিয়ার হামলা থেকে ইউক্রেনের শহর ও তাদের নাগরিকদের রক্ষায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার নতুন পদক্ষেপ ঘোষণা করব। ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন অটল, তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করব।

ইউক্রেনের অনুরোধে মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদও বৈঠক করছে।  

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পশ্চিমা নেতাদের সঙ্গে সুর মিলিয়ে ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন ।

রাজধানীতে ভয়াবহ হামলার পর মেয়র ভিতালি ক্লিচকো ৯ জুলাই শোক ঘোষণা করেছেন।

জেলেনস্কি বলেন, রাশিয়া সোমবার অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিয়েভ, দিনিপ্রো, ক্রিভিই রিহ, স্লোভিয়ানস্ক ও ক্রামাটোরস্কে প্রায় ১০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এ হামলার নিন্দা জানিয়েছেন। এ হামলাকে তিনি হীন কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।