হারারে: নিজের ছেলেকে হত্যা করে তার একটি কান ২০ মার্কিন ডলারে বিক্রি করেছে জিম্বাবুয়ের এক মা। ঘটনাটি ঘটেছে প্রতিবেশী দেশ মোজাম্বিকে।
পুলিশের মুখপাত্র ওলিভার মান্দিপাকা বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘মোজাম্বিক সীমান্তের কাছে চিপিনজে অঞ্চলে ক্রিস্টিন হোফিসি নামের ওই মা তার ১৮ মাসের ছেলেকে গলা টিপে হত্যা করে এবং পরে তার বাঁ পাশের কান কেটে নেয়। এ বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। ’
তিনি আরও বলেন, ‘হোফিসি মোজাম্বিকের ধর্মীয় অনুষ্ঠানের জন্য স্থানীয় ডাক্তারের এক কাছে এ কান বিক্রি করেছেন। মাত্র ২০ ডলারে বিক্রি করলেও তাকে ১০ ডলার দেওয়া হয়। বাকিটা পরে পরিশোধ করার কথা রয়েছে। ’
ওলিভার বলেন, ‘ওই মা বর্তমানে চিপিনজে কারাগারে রয়েছে। আমরা এখনও হত্যার বিষয়টি তদন্ত করছি এবং মোজাম্বিকের স্থানীয় চিকিৎসক জড়িত থাকার কারণে তদন্তের জন্য সেখানেও যাওয়া হবে। ’
মাহেজা নামে পরিচিত ওই স্থানীয় চিকিৎসকের বাড়িতে মানুষের ১১টি কঙ্কাল পাওয়া গেছে। এ অপরাধে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়েছে। তবে তিনি জামিনে মুক্তি পেয়ে সীমান্ত অঞ্চলের আশপাশে বসবাস করছে বলে জানা গেছে।
উল্লেখ্য, জিম্বাবুয়ে ধর্মীয় হত্যাকাণ্ড অহরহ না ঘটলেও প্রায়ই এসব স্থানীয় চিকিৎসক এবং ব্যবসায়ীদের সন্ধান পাওয়া যায় যারা বিশ্বাস করে যে, মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে তৈরি জাদুকরি তরলের মিশ্রণ তাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে।
বাংলাদেশ স্থানীয় সময়: ২০০১ ঘণ্টা, জুলাই ১, ২০১০