ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে ২৮ পাকিস্তানি তীর্থযাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
ইরানে ২৮ পাকিস্তানি তীর্থযাত্রীর মৃত্যু

ইরানে ইয়াজদ প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ২৮ পাকিস্তানি তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে।  

প্রাথমিক পুলিশ তদন্তের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার (২০ আগস্ট) রাতে মধ্য ইরানের ইয়াজদ প্রদেশে একটি বাস ব্রেকফেল করলে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে দেহশির-টাফ্ট চেকপয়েন্টের সামনে আসার পর বাসটিতে আগুন লেগে যায়।  

ইয়াজদ প্রদেশের সংকট ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, এই দুর্ঘটনায় আরও ২৩ জন যাত্রী আহত হয়েছেন, তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

তীর্থযাত্রীরা পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে ইরাকের পবিত্র শহর কারবালায় শিয়াদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছিলেন।  

পাকিস্তানি সংবাদপত্র ডন নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, লারকানা, ঘোটকি এবং সিন্ধুর তীর্থযাত্রীসহ দুর্ঘটনার সময় বাসে প্রায় ৫৩ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ইরানের ক্রাইসিস ম্যানেজমেন্ট ডিরেক্টর আলি মালেকজাদেহ জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১১ জন নারী ও ১৭ জন পুরুষ রয়েছেন।

আরবাইন নামে পরিচিত প্রায় বিশ লাখ শিয়া মুসলিমরা ইমাম হুসেনের (র) জন্য ৪০ দিনের শোক পালনের শেষ দিনের এই তীর্থযাত্রারায় অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা,আগস্ট ২১,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।