ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা

ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় অন্তত ছয়জনের প্রাণ গেছে।

খবর বিবিসির।  

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, শতাধিক ক্ষেপণাস্ত্র এবং প্রায় একশত ড্রোন ছোড়া হয়েছে।

রাশিয়া দাবি করেছে, তারা জ্বালানি অবকাঠামোতে হামলায় হাই প্রিসিশন (প্রায় নির্ভুল) অস্ত্র ব্যবহার করেছে।

ইউক্রেনের অনেক শহরে বিদ্যুৎ বিভ্রাট ও পানি সংকটের খবর পাওয়া গেছে।

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাদের অনুপ্রবেশের তিন সপ্তাহ পরে হামলার এ ঢেউ এলো।  

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।  

টেলিগ্রামে এক পোস্টে শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেন, রাজধানীর দিকে ধেয়ে আসছে।

বেসামরিকদের তিনি আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন।  

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, শীতের আগে বিদ্যুৎ নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত করার জন্য এসব হামলা একটি সমন্বিত প্রচেষ্টা।

জেলেনস্কি সোমবার বলেন, দেশের জ্বালানি খাত অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।