ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইমরান খানের মুক্তির দাবিতে হাজার হাজার সমর্থকদের সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
ইমরান খানের মুক্তির দাবিতে হাজার হাজার সমর্থকদের সমাবেশ

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন হাজার হাজার কর্মী ও সমর্থক।

রোববার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে তার মুক্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশ হয়।

দেড় শতাধিক পুলিশি মামলায় এক বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন তেহেরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) দলের প্রধান।

ইমরান বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রধান প্রতিদ্বন্দ্বী। এত মামলা থাকা সত্ত্বেও পাকিস্তানের জনগণের কাছে এখনো ইমরান খান অনেক জনপ্রিয়। দেশটির রাজনীতি বিশ্লেষক এবং তার দলের নেতাকর্মীদের দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সাবেক এ প্রধানমন্ত্রীর নামে এসব মামলা করা হয়েছে ।  

ইমরান খান ২০২২ সালে সংসদে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন।

রোববারের সমাবেশটি ছিল পিটিআই-এর এ বছরের অন্যতম বৃহত্তম, শান্তিপূর্ণ সমাবেশ। যদিও এ সময় পুলিশ কিছু কর্মীদের মধ্যে বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় ইমরান খানের মুখপাত্র জুলফি বুখারি একটি বিবৃতিতে তার ‘শান্তিপূর্ণ’ সমর্থকদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপের নিন্দা করেছেন।  

এর আগে, তার সমর্থকদের সমাবেশে যোগ দিতে বাধা দেওয়ার জন্য কর্তৃপক্ষ শিপিং কন্টেইনার রেখে প্রধান সড়ক অবরোধ করে।

সমাবেশে উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশের শীর্ষ নির্বাচিত কর্মকর্তা আলি আমিন বক্তৃতায় বলেন, আমরা শিগগিরই ইমরান খানের মুক্তি নিশ্চিত করবো।

তিনি তার নেতার মুক্তির জন্য সরকারকে দুই সপ্তাহের আলটিমেটাম দেন।

ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। তাকে দুর্নীতির মামলায় সাজা দেওয়ার পর গ্রেপ্তার করা হয়।
 

সূত্র: এপি

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।