ঢাকা, মঙ্গলবার, ৯ আশ্বিন ১৪৩১, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২০ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিঙ্গাপুরের সাবেক পরিবহনমন্ত্রী দোষী সাব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
সিঙ্গাপুরের সাবেক পরিবহনমন্ত্রী দোষী সাব্যস্ত

সিঙ্গাপুরের সাবেক পরিবহনমন্ত্রী দায়িত্বে থাকাকালে উপহার বা ঘুষ নেওয়ার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। এর আগে তিনি স্থানীয় এক আদালতে দোষ স্বীকার করেন।

খবর বিবিসির।

৬২ বছর বয়সী সাবেক মন্ত্রী সুব্রামানিয়াম ঈশ্বরণের বিরুদ্ধে প্রাথমিকভাবে দুর্নীতির অভিযোগ আনা হয়। তবে প্রসিকিউটররা অভিযোগ সংশোধন করেন। মঙ্গলবার তার বিচার শুরু হওয়ার দিন ধার্য ছিল।

সিঙ্গাপুরে দুর্নীতি মামলায় সরকারি কোনো কর্মকর্তার নাম জড়ানোর বিষয়টি বিরল। দেশটি অর্থনৈতিক কেন্দ্রস্থল। সিঙ্গাপুর তার পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে গর্ববোধ করে। ইশ্বরণের মামলাটি পুরো দেশে চাঞ্চল্য তৈরি করেছে।  

উপহার বা ঘুষ নেওয়ার প্রতিটি অভিযোগের বিপরীতে ঈশ্বরণের জরিমানা বা দুই বছরের কারাদণ্ড হতে পারে। দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হলে এক লাখ ডলার পর্যন্ত পর্যন্ত জরিমানা বা সাত বছরের কারাদণ্ড হতে পারে।

ইশ্বরণ সিঙ্গাপুরে ৫০ বছরের মধ্যে প্রথম রাজনীতিবিদ যিনি আদালতে বিচারের মুখোমুখি হলেন।

তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্রটিতে ফর্মুলা ১ গ্র্যান্ড প্রিক্স (কার রেসিং) আনার জন্য সবচেয়ে বেশি পরিচিত। তার আদালতে হাজিরার মাত্র কয়েকদিন আগে এর সর্বশেষ সংস্করণটি শেষ হয়।

চার্জশিট থেকে জানা যায় যে তাকে তিন লাখ ১১ হাজার ৮৮২ ডলারের ফ্লাইট, হোটেলে থাকা, মিউজিক্যাল এবং গ্র্যান্ড প্রিক্স টিকিট উপহার দেওয়া হয়েছিল।

জানুয়ারিতে অভিযোগ জারি হওয়ার পরপরই ঈশ্বরণ বলেন, তিনি সব অভিযোগের জন্য দোষী নন এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তিনি সরকারি চাকরি থেকে পদত্যাগ করেছেন।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।