ঢাকা, বুধবার, ১০ আশ্বিন ১৪৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা কুবাইসি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা কুবাইসি নিহত

লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ সিনিয়র নেতা ইব্রাহিম মুহাম্মাদ কুবাইসি নিহত হয়েছেন। এর আগে  মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) ইসরায়েল দাবি করেছিল বৈরুতের দক্ষিণ শহরতলিতে হামলায় ছয়জন নিহত হয়েছে যেখানে হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডার রেয়েছে ।

কুবাইসি গত প্রায় ৪০ বছর হিজবুল্লার ক্ষেপণাস্ত্র, রকেট ও বিস্ফোরক শাখার নেতৃত্ব দিয়েছেন। খবর আল জাজিরা 

২০০০ সালে ইসরায়েলে মাউন্ট ডোভ অভিযানে তিন জন ইসরায়েলি সেনাকে অপহরণ করে হত্যা করেছিল হিজবুল্লাহ, সেই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন কুবাইসি।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। তারা আরো বলছে, হিজবুল্লাহ গত ২৪ ঘণ্টায় রকেট হামলা বাড়িয়েছে।

এ পর্যন্ত লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৫০ শিশু ও ৯৪ জন নারীসহ অন্তত ৫৬৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন হামলায় অন্তত ১ হাজার ৮৩৫ জন । জবাবে হিজবুল্লাহ ইসরায়েলি বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

নিরাপত্তার খোঁজে দক্ষিণ ও পূর্ব লেবানন থেকে বেসামরিক নাগরিকরা পালাতে বাধ্য হচ্ছেন। নতুন এক সতর্কবার্তায় হিজবুল্লাহর অবস্থান থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে সরে যেতে লেবাননের বাসিন্দাদের নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।