লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহপ্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ। দেশটির সশস্ত্র গোষ্ঠীর শীর্ষ নেতার নিহত হওয়ার সংবাদ পড়তে গিয়ে কেঁদে ফেলেন এক খবর পাঠিকা।
লেবাননের সংবাদমাধ্যম আল-মাইয়িদীনে আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত সংবাদ পড়ার সময় ওই খবর পাঠক কান্নায় ভেঙে পড়েন।
সেই খবর পাঠের একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
তুরস্কভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স বলছে, গতকাল শুক্রবারের বিমান হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন বলে দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এরপর আজ শনিবার তার মৃত্যুর তথ্য নিশ্চিত করল হিজবুল্লাহ।
হাসান নাসরুল্লাহর মৃত্যুর তথ্য নিশ্চিত করার সংবাদ পড়ার সম কান্নায় ভেঙে পড়েন ওই নারী। এ সময় দেখা যায়, তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। তার গলা কাঁপছিল।
লেবাননের সংবাদমাধ্যম আল-মাইয়িদীন হিজবুল্লাহর মুখপত্র হিসেবে পরিচিত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন ৬৪ বছর বয়সী সাইয়েদ হাসান নাসরুল্লাহ। তিনি দীর্ঘ ৩ দশকের বেশি সময় নেতৃত্ব দিয়ে আসছেন। নাসরুল্লাহ লেবাননের শিয়া ইসলামিস্ট মুভমেন্ট ‘আমাল’-এর নেতা ছিলেন।
১৯৮২ সালে কয়েকজনকে সঙ্গে নিয়ে আমাল থেকে বেরিয়ে যান নাসরুল্লাহ।
এরপর প্রতিষ্ঠিত হয় ‘ইসলামিক আমাল’। ইরানের বিপ্লবী গার্ডের সহায়তায় সামরিক ও সাংগঠনিকভাবে শক্তিশালী হয় দলটি। একপর্যায়ে এই দলটিই আত্মপ্রকাশ করে ‘হিজবুল্লাহ’ হিসেবে।
১৯৮৫ সালে আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পর যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নকে ‘ইসলামের প্রধান দুই শত্রু’ হিসেবে আখ্যা দেয় হিজবুল্লাহ। একইসঙ্গে ইসরায়েলকে ধ্বংস করার ডাকও দেয় সংগঠনটি।
এদিকে, নাসরাল্লাহর হত্যাকাণ্ডের পর খামেনির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাকে একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। তেহরানের দুই আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন, খামেনিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে দেশের অভ্যন্তরে একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
এসএএইচ
A News Anchor on the Hezbollah-Affiliated Lebanese Media Network, Al-Mayadeen, seen Crying following the announcement that Hezbollah Secretary-General, Hassan Nasrallah was Killed yesterday by an Israeli Airstrike. pic.twitter.com/Umxh5N711C
— OSINTdefender (@sentdefender) September 28, 2024