ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০২ অক্টোবর ২০২৪, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘বিশ্ব আগুনে জ্বলছে’, বাইডেনকে দায়ী করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
‘বিশ্ব আগুনে জ্বলছে’, বাইডেনকে দায়ী করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, বিশ্ব আগুনে জ্বলছে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমাদের কোনো নেতৃত্ব নেই, দেশ পরিচালনার কেউ নেই। জো বাইডেন একজন অস্তিত্বহীন রাষ্ট্রপতি এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সম্পূর্ণ অনুপস্থিত।
ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তিনি এই বিবৃতি দেন। মার্কিন সাবেক প্রেসিডেন্ট আরও যোগ করেছেন, তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন ইরান তখন নিয়ন্ত্রণে ছিল।

একটি যুগান্তকারী বহুপাক্ষিক পারমাণবিক চুক্তি বাতিল করার পরে ট্রাম্প ইরানের ওপর ভারী নিষেধাজ্ঞা আরোপ করলেও, তেহরান ট্রাম্পের মেয়াদে এই অঞ্চলে তার মিত্রদের অস্ত্র ও অর্থায়ন অব্যাহত রাখে।

বাইডেন ইরানের ওপর ট্রাম্প-যুগের নিষেধাজ্ঞা কার্যকর করা অব্যাহত রেখেছেন এবং গত তিন বছরে তেহরানের বিরুদ্ধে আরও ‘দণ্ড’ যোগ করেছেন।

ট্রাম্প আরও দাবি করেছেন, ইসরায়েলের বিরুদ্ধে গত বছরের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলা তিনি ক্ষমতায় থাকলে ঘটত না।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।