ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শরণার্থী-অভিবাসনপ্রত্যাশীবাহী দুই নৌকা ডুবল, প্রাণহানি ৪৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
শরণার্থী-অভিবাসনপ্রত্যাশীবাহী দুই নৌকা ডুবল, প্রাণহানি ৪৫ ২০১৫ সালে ইয়েমেন থেকে পালিয়ে আসা শরণার্থীদের নৌকার প্রহরায় জিবুতি কোস্টগার্ড

জিবুতি উপকূলে শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের বহন করা দুটি নৌকা ডুবে ৪৫ জনের প্রাণ গেছে। নিখোঁজ রয়েছেন কয়েক ডজন যাত্রী।

তারা সবাই আফ্রিকার। জাতিসংঘের অভিবাসন সংস্থা এমনটি জানিয়েছে।  

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) মঙ্গলবার জানায়, নৌকা দুটি ৩১০ জনকে নিয়ে ইয়েমেন থেকে যাত্রা করে এবং পরে লোহিত সাগরে ডুবে যায়। খবর আল জাজিরার।  

এক্স হ্যান্ডলে দেওয়া পোস্টে সংস্থাটি বলছে, আইওএম অনুসন্ধান ও উদ্ধার কাজে রাজ্যের জরুরি পরিষেবা সংস্থাগুলোকে সাহায্য করছে। ৩২ জনকে জীবিত পাওয়া গেছে।

জিবুতি কোস্টগার্ড বলছে, সোমবার সকাল থেকে যৌথ উদ্ধার অভিযান চলছে। জীবিত ১১৫ জনকে উদ্ধার করা হয়েছে। কয়েক ডজন যাত্রী এখনো নিখোঁজ। নৌকা দুটি জিবুতির উত্তর-পশ্চিম খোর আঙ্গার অঞ্চলের কাছাকাছি একটি উপকূল থেকে মাত্র ১৫০ দূরত্বে ডুবে যায়।
 
এক বিবৃতিতে কোস্টগার্ড বলছে, আমরা নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে এবং জীবিতদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।  

গত এপ্রিলে একই পথে লোহিত সাগর পাড়ি দেওয়ার সময় জিবুতির উপকূলে নৌকা ডুবে শিশুসহ অন্তত ৩৮ জন প্রাণ হারান।  জুনে মারা যান ৪৯ জন যাদের বেশিরভাগই ইথিওপিয়া ও সোমালিয়ার। সোমালিয়া থেক নৌকাটি যাত্রা শুরু করেছিল।  

হাজার হাজার লোক উন্নত ভবিষ্যতের কথা ভেবে আফ্রিকা থেকে লোহিত সাগর হয়ে সৌদি আরবসহ অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রগুলোতে যায়।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।