ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা আবু ওবায়দার  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা আবু ওবায়দার  

গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে এক বিবৃতি দিয়েছে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দা।  

বিবৃতি ওবায়দা উল্লেখ করেন তারা ইসরায়েলের বিরুদ্ধে এই ‘দীর্ঘ ক্ষয়িষ্ণু যুদ্ধ’ চালিয়ে যাবে।

হামাসের হাতে থাকা বন্দিদের বিষয়ে ওবেইদা বলেন, যখন বন্দিদের কথা আসে– আমি দখলদারদের এবং বন্দিদের পরিবারকে বলতে চাই, আপানারা চাইলে এক বছর আগে সমস্ত জিম্মিকে জীবিত মুক্ত করতে পারতেন। কিন্তু নেতানিয়াহুর উচ্চাকাঙ্ক্ষা সবসময় বন্দি এবং বন্দিদের পরিবারের আকাঙ্ক্ষা বিরুদ্ধেই ছিল।

তিনি বলেন, আমরা প্রথম দিন থেকেই বন্দিদের নিরাপদ স্থানে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ আমরা আমাদের ধর্মের নিয়ম এবং মানবতার নিয়ম মেনে চলি। বন্দিবিনিময়ের জন্য আমরা তাদের নিরাপদ স্থানে রাখছি।

গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় কমপক্ষে ১,১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছিল এবং ২০০ জনেরও বেশি লোককে অপহরণ করেছিল হামাস।

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪১,৯০৯ জন নিহত এবং ৯৭,৩০৩ জন আহত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।