ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৭০ জনেরও বেশি ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
৭০ জনেরও বেশি ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হিজবুল্লাহ

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করছে চলমান যুদ্ধে ৭০ জনেরও বেশি ইসরায়েলি সেনাকে হত্যা করেছে তারা।  

গতকাল (২৩ অক্টোবর) হিজবুল্লাহর অভিযান পরিচালনা কেন্দ্র থেকে এ দাবি করা হয়।

তবে কখন কীভাবে এসব সেনাদের হত্যা করা হয়েছে তার বিস্তারিত কিছু জানায়নি সংগঠনটি। এর আগে গত সপ্তাহে ৫৫ জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছিল হিজবুল্লাহ। যা বর্তমানে জনে ৭০ জনে দাঁড়িয়েছে।

এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে তাদের প্রায় ২০ জন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া উত্তর ইসরায়েলে ৩০টির বেশি হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

লেবানিজ সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আজ (২৪ অক্টোবর) দক্ষিণ লেবাননের ইয়াতের গ্রামের উপকণ্ঠ থেকে আহত লোকদের সরিয়ে নেওয়ার সময় ইসরায়েলি হামলায় একজন অফিসারসহ মোট তিন জন সেনা সদস্য নিহত হয়েছেন।

গতরাতে ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণ শহরতলিতে রাতভর বোমাবর্ষণ করেছে, কয়েক ঘণ্টার মধ্যে লেবাননের রাজধানীতে প্রায় ১৭টি হামলা চালায় তারা। খবর আল জাজিরা

অপর দিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, দামেস্ক ও হোমসে ইসরায়েলি সামরিক হামলায় একজন সিরিয়ান সেনা নিহত এবং সাতজন আহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।