ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় ভ্লাদিমিরে স্কুলে হিজাব-নিকাব নিষিদ্ধ হলো

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
রাশিয়ায় ভ্লাদিমিরে স্কুলে হিজাব-নিকাব নিষিদ্ধ হলো

রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলে স্কুলের শিক্ষার্থীদের জন্য ধর্মীয় পোশাক নিষিদ্ধ করা হয়েছে। নতুন পোশাকবিধির আওতায় এ নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ।

খবর আরটির।  

শনিবার প্রকাশিত এক নথিতে আঞ্চলিক শিক্ষা ও যুবনীতি মন্ত্রণালয় বলেছে, প্রাথমিক, মৌলিক ও মাধ্যমিক সাধারণ শিক্ষায় শিক্ষার্থীদের পোশাক সংক্রান্ত স্ট্যান্ডার্ড শর্তাদিতে নতুন ধারা যুক্ত করা হয়েছে।

সংশোধনীতে বলা হয়েছে যে, শিক্ষার্থীদের ধর্মীয় পরিচয় প্রদর্শনকারী পোশাক এবং এর উপাদানগুলো (যেমন- হিজাব, নিকাব ইত্যাদি) শিক্ষাপ্রতিষ্ঠানে অনুমোদিত নয়।

মন্ত্রণালয় বলছে, নতুন নিয়মগুলো রাশিয়ার সংবিধান এবং ধর্মীয় সংঘ ও শিক্ষার ওপর প্রযোজ্য ফেডারেল আইন অনুযায়ী প্রতিষ্ঠিত। এসব নিয়ম বিশেষভাবে মুসলিম পোশাককে লক্ষ্য করে তৈরি করা হয়নি।  

রুশ সামাজিক যোগাযোগমাধ্যম ভিকে-তে রোববার মন্ত্রণালয় এক পোস্টে ব্যাখ্যা দিয়ে বলেছে, স্কুলের পোশাক ও শিক্ষার্থীদের চেহারার জন্য তাদের ধর্মীয় পরিচয় নির্বিশেষে, রাজ্য এবং পৌর শিক্ষাপ্রতিষ্ঠানের ধর্মনিরপেক্ষ স্বভাব নিশ্চিত করে এবং সেখানে ধর্মীয় নিরপেক্ষতা বজায় রাখে।

স্কুলের পোশাক ও শিক্ষার্থীদের উপস্থিতির জন্য নির্ধারিত শর্তাদি ধর্মীয় পরিচয় নির্বিশেষে রাজ্য ও পৌর শিক্ষাপ্রতিষ্ঠানের ধর্মনিরপেক্ষ চরিত্র নিশ্চিত করে এবং সেখানে ধর্মীয় নিরপেক্ষতা বজায় রাখে।

নতুন নিয়ম নথিটি প্রকাশের এক সপ্তাহ পর থেকে কার্যকর হবে।

ভ্লাদিমির অঞ্চলের অবস্থান মস্কোর ২০০ কিলোমিটার পূর্বে। সেখানে জাতিগত রাশিয়ানদেরই আধিক্য। সেখানে এক শতাংশেরও কম জনসংখ্যা মুসলিম ধর্মের।  

নিরাপত্তাজনিত কারণে সম্প্রতি রাশিয়ার আরও কয়েকটি অঞ্চলে মুসলিমদের মুখ ও মাথা ঢেকে রাখা নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।